এমক্সিসিলিনের ব্যবহার, মাত্রা এবং পার্শ্বপ্রতিক্রিয়া Amoxycillin - Its uses, dose & side effects


এমক্সিসিলিন (Amoxycillin)


এমক্সিসিলিন (Amoxycillin) পেনিসিলিয়ামের সেমি-সিনথেটিক প্রোডাক্ট। এটি জলে আংশিক দ্রবণীয়, হালকা মিষ্টি গন্ধযুক্ত, সাদা রঙের মিহিদানাযুক্ত পাউডার। এটি একটি ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিয়া ধ্বংসকারী ওষুধ। এই ওষুধ এমপিসিলিনের চেয়ে বেশি মাত্রায় শোষিত হয়। পাকস্থলীর এসিড এর শোষণে বাধা দিতে পারে না। এটি পেট ভর্তি বা খালি যেকোন অবস্থাতেই খাওয়া যায়। এটি মুখে খেলে বা ইনজেকশনের মাধ্যমে দিলে সর্বোচ্চ মাত্রায় রক্তে পৌঁছায়। এটি এমপিসিলিনের চেয়ে বেশি সক্রিয় এবং কার্যকরী (প্রায় 2 থেকে 3 গুন বেশি)।




ক্রিয়াপদ্ধতি (Action method):

এই ওষুধ মুখে খেলে 90% এর বেশি শোষিত হয় এবং 1 ঘন্টার মধ্যে সর্বোচ্চ মাত্রায় রক্তরসে পৌঁছায়। ইহা রক্তরসে 8 ঘন্টারও বেশি সময় থেকে মূত্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। এই ওষুধ শরীরের সমস্ত কলাকোষে এবং দেহরসে সমানভাবে পৌঁছায়। এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া খুব কম হতে দেখা যায়।


ব্যবহার (Uses):

ফ্যারিংজাইটিস, ল্যারিংজাইটিস, টনসিলাইটিস, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, নাক ও কানের বিভিন্ন সংক্রমণ, টাইফয়েড, প্যারাটাইফয়েড, মেনিনজাইটিস, প্রস্রাবের রোগ, সিফিলিস, গনোরিয়া, রক্ত দুষ্টি প্রভৃতিতে ব্যবহার করা হয়।


মাত্রা (Dose):

প্রাপ্তবয়স্কদের 250 - 500 mg দিনে 4 বার 7 - 10 দিন পর্যন্ত দেওয়া যায়।

সদ্যোজাত শিশুদের ড্রপ ওষুধ 5 - 10 ফোঁটা করে দিনে 3 - 4 বার দেওয়া হয়। 1 মাস থেকে 6 মাস বয়স পর্যন্ত শিশুদের ড্রাই সিরাপ তৈরি করে আধ চামচ বা কিডট্যাব আধখানা করে দিনে 4 বার দিতে হয়। 6 মাস থেকে 4 বছর পর্যন্ত শিশুদের 125 mg দিনে 4 বার অর্থাৎ 1 চামচ ড্রাই সিরাপ বা 125 mg কিডট্যাব দিনে 4 বার দেওয়া যায়। 4 বছর থেকে 12 বছর পর্যন্ত শিশুদের 250 mg ক্যাপসুল বা কিডট্যাব দিনে 3 - 4 বার দিতে হয়।

বয়স্কদের গনোরিয়াতে 3 gm অর্থাৎ 500 mg ক্যাপসুল একত্রে 6 টি 1 বার 1 দিন খাওয়ানো হয়।

ইনজেকশন ছোট শিশুদের 100 mg থেকে 125 mg দিনে 2 - 3 বার, 4 বছরের উর্দ্ধে শিশুদের 250 mg দিনে 2 - 3 বার দেওয়া যায়। শিশুদের IM পথে দেওয়াই ভালো।


পার্শ্বপ্রতিক্রিয়া (Side effect):

পেনিসিলিয়ামে এলার্জি থাকলে চামড়ায় উদ্ভেদ নির্গমন, আমবাত, চুলকানি, বুক ধড়ফড় করা, খিঁচুনি প্রভৃতি হতে পারে। এছাড়া সাধারণত পাতলা পায়খানা, কোষ্টকাঠিন্য, গা বমিভাব, রক্তাল্পতা, ইউসিনোফিলিয়া, লিউকোপেনিয়া প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে।


সাবধানতা (Caution):

গর্ভবতী মা ও স্তনদানকারী মায়েদের অল্প মাত্রায় দিতে হবে। পাতলা পায়খানার রোগীদের মুখে না খাইয়ে ইনজেকশন দিলে ভালো হয়। যাদের পেনিসিলিনে এলার্জি আছে তাদের এটা ব্যবহার নিষিদ্ধ।


আন্তঃবিক্রিয়া (Intereaction):

গর্ভনিরোধক পিলের সাথে খেলে এর কর্মক্ষমতা কমে যায়, মাসিক ঋতুস্রাব বেশি হয়, গর্ভসঞ্চার ঘটতে পারে অর্থাৎ গর্ভরোধের কাজ ব্যর্থ হয়।

এলপুরিনল এর সাথে খেলে চামড়ায় উদ্ভেদ বের হতে পারে। Atenolol এর সাথে খেলে তার কাজ কম হয়। এরিথ্রোমাইসিন ও টেট্রাসাইক্লিন এর সাথে খেলে কর্মক্ষমতা কম হয়।