ক্লক্সাসিলিন (Cloxacillin)
ক্লক্সাসিলিন (Cloxacillin) পেনিসিলিয়ামের সেমি-সিনথেটিক প্রোডাক্ট। এটি জলে আংশিক দ্রবণীয়, হালকা মিষ্টি গন্ধযুক্ত, সাদা রঙের মিহিদানাযুক্ত পাউডার। এটি একটি ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিয়া ধ্বংসকারী ওষুধ। এই ওষুধ সকল প্রকার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপর সক্রিয়। এর ক্রিয়াপদ্ধতি পেনিসিলিনের মতই। এর একটি সুবিধা হল এটি PBP দ্বারা নষ্ট হয় না। তাই যেসব ব্যাকটেরিয়া পেনিসিলেজ সৃষ্টিকারী তারা এদের ক্রিয়া ব্যাহত করতে পারে না। এজন্য ক্লক্সাসিলিনকে পেনিসিলেজ রেজিস্টেন্ট পেনিসিলিন বলা হয়।
ক্রিয়াপদ্ধতি (Action method):
এটি খাবার খাওয়ার 1 ঘন্টা আগে বা 2 ঘন্ট পর খেলে ভালোভাবে শোষিত হয়। এটি খাবার 1 ঘন্টা পর রক্তে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় এবং 4 ঘন্টা সক্রিয় থাকে। ইন্ট্রামাসকুলার(IM) পথে ইনজেকশন দিলে আধ ঘন্টার মধ্যে রক্তরসে সর্বোচ্চ মাত্রায় উপস্থিত হয়। এই ওষুধের 35% মূত্রের মাধ্যমে এবং 10% পিত্তরসের মাধ্যমে নির্গত হয়। এই ওষুধ দেহের সব কলা ও কোষে ছড়িয়ে পড়ে।
ব্যবহার (Uses):
শ্বাসযন্ত্রের সকল প্রকার রোগ (RTI), নাক, কান ও গলার নানা রোগ, হাড় ও সন্ধির রোগ, চর্মরোগ ও ক্ষত, মূত্রযন্ত্রের রোগ (UTI), নার্ভের সমস্যা, বিভিন্ন প্রকার স্ত্রীরোগ, স্তনের ইনফেকশন, জ্বালা পোড়া, সদ্যোজাত শিশুর বিভিন্ন প্রকার ইনফেকশন প্রভৃতিতে এই ওষুধ ভালো কাজ করে।
মাত্রা (Dose):
প্রাপ্তবয়স্কদের 250 - 500 mg দিনে 3 - 4 বার মুখে খেতে দেওয়া হয়।
শিশুদের জন্ম থেকে 1 বছর বয়স পর্যন্ত 62.5 mg দিনে 4 বার, 1 বছর থেকে 5 বছর পর্যন্ত 125 mg দিনে 4 বার। 5 বছর থেকে 12 বছর পর্যন্ত 250 mg দিনে 4 বার দেওয়া যায়।
প্রাপ্তবয়স্কদের ইনজেকশন 250 mg - 500 mg দিনে 3 - 4 বার Intramuscular (IM) বা Intravenus (IV) পথে দেওয়া যায়।
ছোট শিশুদের এই ইনজেকশন 100 mg/kg দেহের ওজন হিসেবে সারাদিনে 3 - 4 বার ভাগ করে দিতে হবে।
পার্শ্ব প্রতিক্রিয়া (Side effect):
পেনিসিলিয়ামে এলার্জি থাকলে চামড়ায় উদ্ভেদ নির্গমন, আমবাত, চুলকানি, বুক ধড়ফড় করা, খিঁচুনি প্রভৃতি হতে পারে। এছাড়া সাধারণত পাতলা পায়খানা, কোষ্টকাঠিন্য, গা বমিভাব, রক্তাল্পতা, ইউসিনোফিলিয়া, লিউকোপেনিয়া, নিউট্রপেনিয়া প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে। মারাত্মক প্রক্রিয় খুব কমই হয়।
সাবধানতা (Caution):
পেনিসিলিয়ামে এলার্জি থাকলে ব্যবহার করা চলবে না। হাঁপানি (Asthma), প্রবল জ্বর ইত্যাদিতে ব্যবহার না করাই ভাল। শিশুদের জন্ডিস এবং লিভারের অন্যান্য রোগ থাকলে ব্যবহার না করাই ভাল। গর্ভবতী মহিলা এবং স্তনদানকারী মায়েদের উচ্চমাত্রায় ব্যবহার করা ঠিক না।
আন্তঃবিক্রিয়া (Intereaction):
ক্লোরামফেনিকল, এরিথ্রোমাইসিন, এলপুরিনল, টেট্রাসাইক্লিন প্রভৃতি ওষুধের সাথে ব্যবহার করলে আন্তঃবিক্রিয়া ঘটে এবং কর্মক্ষমতা হ্রাস পায়।
গর্ভনিরোধক পিলের সাথে খেলে এর কর্মক্ষমতা কমে যায়, মাসিক ঋতুস্রাব বেশি হয়, গর্ভসঞ্চার ঘটতে পারে অর্থাৎ গর্ভরোধের কাজ ব্যর্থ হয়।